রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আয়োজনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা জানান, এর মাধ্যমে বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়। গাছ শুধু পরিবেশ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ আজ সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ।