ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে।
কক্সবাজারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার স্টিল সিমেন্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সিকদার, ডায়মন্ড সিমেন্টের জিএম মুহাম্মদ আব্দুর রহিম, পেবেল স্টোন লিমিটেডের জিএম মাহফুজুর রহমান।
এ সময় ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার ফজলুল কাদের, মাহবুবুর রহমান, জসিম উদ্দিন মাহি সহ ডায়মন্ড সিমেন্টের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইনানী বীচ এলাকার রিসোর্ট ব্যবসায়ীদের মাঝে এক হাজারও অধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেন এবং প্রতীকি হিসাবে কয়েকটি চারাগাছ রোপণ করা হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : 102