দুবাইতে বিএনপি নেতা সালাহউদ্দিন’র জন্মদিন পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিরসদস্য আলহাজ্ব সালাহ উদ্দীন আহাম্মেদ এর জন্মদিন পালন করা হয়েছে।

রবিবার (২৯ জুন) বাণিজ্যিক নগরী দুবাই দেরা আল নাখিল এলাকায় অবস্থিত ফিনিক্স হোটেল রুমে জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শাখা আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন।
যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, দুবাই বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার মুখপাত্র সাবেক ছাত্রনেতা ইমাম শরীফ ইমু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপি আরব আমিরাত শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রনেতা কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র সদস্য আশরাফ উর রহমান রাসেল,বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সদস্য এহসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ্ আলম,সদস্য জাহেদুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,মোর্শেদ,মাহাবুব,তারেক,লিটন,সাজ্জাদ, মান্নান, হাফিজ, খোকন’সহ আরো অনেকে।

বক্তারা মজলুম এই নেতা আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে এলাকার উন্নয়নে কাজ করতে প্রবাসীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে কেটে পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফেজ মৌলানা জামাল উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email