ম’নোন’য়’ন যু’দ্ধে মাঠে স’রগ’ম বি’এ’নপি- প্রচারণায় ব্য’স্ত জা’মা’য়া’ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন-ক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে দলটির মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটা কেটে গেছে। ফলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে দলটির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দিনদিন বাড়ছে। এতে করে প্রার্থী বাছাইয়ে বিএনপির নীতি-নির্ধারকরা হিমশিম খেতে হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হতে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নিজ এলাকায় চালাচ্ছেন গণসংযোগ, সভা-সেমিনারসহ নানা কর্মসূচি। অনেকেই দলের হাইকমান্ডের নজরে আসতে নানা সুপারিশ সংগ্রহেও ব্যস্ত সময় পার করছেন। একেকটি আসনে একাধিক প্রার্থী থাকায় স্থানীয় পর্যায়ে দেখা দিচ্ছে বিভাজন। অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের আসনগুলোতে জামায়াতে ইসলামী দিয়েছে একক প্রার্থী। ফলে তারা ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রান ১৩ আসনটি।কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠা এ দুই উপজেলা শিল্পপ্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমুখী প্রতিষ্ঠানের জন্য প্রসিদ্ধ।এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন একাধিক পরিচিত মুখ। বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম আবারও মনোনয়ন পেতে আগ্রহী। দলীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় এখনো তার রাজনৈতিক ভিত্তি ধরে রেখেছেন।

এছাড়াও মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস,সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. মামুন মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান,তিনি দলের প্রয়োজনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা-কর্ণফুলী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী  অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী “ডোর টু ডোর” নির্বাচনীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ২০শে জুন কর্ণফুলীর বড়উটান ইউনিয়নের শাহমীরপুর ৪, ৫নং ওয়ার্ডের গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের সঙ্গে সময় পার করতেও দেখা গেছে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে।

উল্লেখ,জাতীয় সংসদের ২৯০তম এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৫৬,৮৭০ (ডিসেম্বর ২০২৩) পযর্ন্ত যেখানে পুরুষ ভোটার: ১,৮৯,২৪৬জন,নারী ভোটার: ১,৬৭,৬২৪ এবং  হিজড়া ভোটার: ০।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email