আ’ল্লামা হোসাইন আলী আরকানী সাহেব (রহঃ)’র বার্ষিক ও’র’স শরিফ, স্ম’র’ণ সভা অনুষ্ঠিত

।উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার, সাবেক রইসুল মুদাররিসিন, মুফতিয়ে আজম, মুখলিছে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হোসাইন আলী আরকানী (রহঃ)’র বার্ষিক ওরশ শরিফ,স্মরণ সভা ও ওরশে কুল, ১৯শে (জুন) বৃহস্পতিবার, বাদে যোহর হতে আল্লামা হোসাইন আলী আরকানী (রঃ) স্মৃতি সংসদ’র ব্যবস্থাপনায় অত্র মাদরাসার প্রাক্তন কৃতি ছাত্র মাওলানা মুহাম্মদ জসিম আবিদী ও মাওলানা আমির আনসারি’র যৌথ সঞ্চলানায় ও হযরতুলহাজ্ব আল্লামা মুফতি জসিম উদ্দিন আল-কাদেরী’র সভাপতিত্বে ঢালকাটা জিলানি জামে মসজিদ প্রাঙ্গনে ৬ষ্ঠ তম আজিমুশশান নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদে যোহর থেকে খতমে কুরআন, খতমে মজমুআয়ে  সালাওয়াতে রাসুল (দ.), মাযার যিয়ারত, পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি অতিবাহিত হয়।
এতে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন  নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি আল্লামা মুসলেহ উদ্দিন আহমদ মাদানী। প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামআতের মান্যবর চেয়ারম্যান, শায়খুল হাদীস আল্লামা মঈনুদ্দিন আশরাফি।

উপাধ্যক্ষ আল্লামা আব্দুশ শাকুর আনছারী (ম.),
এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী, মাওলানা আবু বকর ছিদ্দিকি, হযরত মাওলানা আবু জাফর হেলালি, মাওলানা রেজা খান কাদেরি, মাওলানা ইলিয়াছ খান কাদেরি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার, উপাধ্যক্ষ মাওলানা হাফেজ্ব মুহাম্মদ ইউনুছ, মাওলানা মুহাম্মদ আলি ফারুকি, মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা তসলিম উদ্দিন কাদেরি, মাওলানা নইমুল হক নঈমী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আসগর আলী আজমি, মাওলানা শামসুল আলম হেলালি, মাওলানা আব্দুন্নবি, মাওলানা জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মুনির উদ্দিন, জয়নাল, আলি মুর্তুজাসহ দেশবরেণ্য আরো বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আল্লামা হোসাইন আলী আরকানী (রঃ)’র দীনি খিদমতের বিভিন্ন দিক তুলে ধরেন। পরিশেষে মীলাদ ক্বিয়াম, আখেরি মুনাজাত ও তবররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email