টে’কনা’ফে না’ফন’দী থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আ”রাকা’ন আ’র্মি

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে গুলি বর্ষণ করে তিনজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফনদী থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তারা হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। জানা গেছে, তারা নাফনদীতে নৌকা নিয়ে নেমেছিল। তবে কেন নাফনদীতে গেছেন নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও জানান, আরাকান আর্মি তাদেরকে দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি।

এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’
এবিষয়ে টেকনাফ ২ বিজিবির  ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তারা জেলে না কি তা পরিষ্কার নয়। কারণ, ওই এলাকা দিয়ে প্রচুর মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাদের ফেরত নিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email