জুলধা বিদ্যু’ৎকেন্দ্র কতৃক শব্দ ও পরিবেশ দূ’ষ’ণ-প্র’তি’বা’দে এলাকাবাসীর মান’বব’ন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলার ডাঙ্গারচরে অবস্থিত জুলধা বিদ্যুৎকেন্দ্রের শব্দ ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের ঘাট চৌধুরী বাড়ি ও হাজী ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎকেন্দ্রের তীব্র শব্দে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ঘরের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। বায়ু ও পানি দূষণের পাশাপাশি তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় মোটর পাম্পে পানি ওঠে না, নদীতেও জোয়ার ছাড়া পানি পাওয়া যায় না। এতে কৃষিকাজ, বসতঘর এবং স্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় তাদের চাষযোগ্য জমি অধিগ্রহণ করা হয়। পরে ব্যবহৃত কালো তেল (স্লাজ) বিক্রির সুযোগ দিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী মহল দখলদারিত্ব দেখিয়ে সেই ব্যবসা থেকে এলাকাবাসীকে বঞ্চিত করছে।

মানববন্ধন থেকে দাবী করা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যবসার স্বত্ব ফিরিয়ে দিতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। দাবী আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহবুবা ইলা, খাদিজা তোহফা, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন তারা, মিজানুর রহমান খোকা, রহমান মুন্না, সেলিম রেজা, মো. আরমান, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, নুর মোহাম্মদ, মো. মুছা, যুবদল নেতা মো. সাদ্দাম, মো. মামুন, ছাত্রদল নেতা মো. রায়হান, মো. মিজান, নেজাম উদ্দিন ভুট্টো, ফজল করিম বাদশা, আবদুর রহিম, মো. হাসান, ফখরুল ইসলাম, আলমগীর, ডাক্তার শফি, মো. কালু, মো. খোকন, আবদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যানার, ফেস্টুন, কলসি, বাসন ও থালা হাতে নিয়ে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে উত্তেজনা সৃষ্টি হলে কর্ণফুলী থানা পুলিশের একটি দল বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মানববন্ধনের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

উল্লেখ্য, ফার্নেস অয়েল-নির্ভর ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জুলধা বিদ্যুৎকেন্দ্রটি ‘একর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড’-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email