বাঘাইছড়ি উপজেলা ও পৌর তাতীদলের লিফলেট বিতরণ

১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধায় চৌমুহনী ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে লিফটের বিতরণ শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের সভাপতি রনেল চাকমা, পৌর তাতীদলের সভাপতি খিজির আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক আলী আকবর, পৌর সাধারণ সম্পাদক মোঃ সবুজ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ ও পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল সহ শতাধীক নেতাকর্মী।

পৌর তাতীদলের সভাপতি খিজির আহমদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা মতে আমরা লিফলেট বিতরণ করি। ভবিষ্যত বাংলাদেশ গনতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক আজকের দিনে এটাই আমাদের চাওয়া আর এই গনতান্ত্রিক দেশ পরিনত করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email