বাঘাইছড়িতে আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন।

রাঙামাটি বাঘাইছড়িতে পূর্বলাইল্যাঘোনা এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) ফাতেহায়ে ইয়াজদাহম স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

রবিবার (২২ ডিসেম্বর) পূর্ব লাইল্যাঘোনা বাজার চত্বর প্রাঙ্গণে শুরু হয় মিলাদ মাহফিলের প্রথম অধিবেশন, এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ও ক্বেরাত পরিবেশন করেন।বাদ মাগরিবের স্থানীয় আলেমদের আলোচনায় সম্পন্ন হয় ২য় অধিবেশন ও বাদ এশা ৩য় অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় মাহফিল

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীল আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ্ সাহেব (মা. জি. আ.)। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ খাঁন কাদেরী, চাঁদপুর। উদ্ভোধক সিঙ্গিনালা জামে মসজিদের খতিব সাহ্জাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামি আলোচক সৈয়দ মোহাম্মদ নুরশেদ রেজা কাদেরী,চট্টগ্রাম। হাফেজ মুহাম্মদ ফারুক আজম কাদেরী,কাপ্তাই, চট্টগ্রাম। কাচালং বাজার জামে মসজিদের খতিব মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী (মা.জি.আ.)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। প্রধান মেহমান পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিমুশশান মিলাদ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email