নগরীর পাহাড়তলী ডি.টি. রোড’ এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় জেলা কার্যালয়।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময়, জান্নাত পোল্ট্রি ‘ নামক ডিমের আড়তে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয়, ক্রয় ও বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং মিনহাজ মেডিসিন ট্রেডার্স কে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা ও মডার্ণ পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা
জরিমানা করা হয়।
৪টি প্রতিষ্ঠানে মোট ১,২২,০০০টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, ঔষধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক- নাসরিন আক্তার, রানা দেব নাথ, মো: আনিছুর রহমান।