বলিউডে ২৫টি বসন্ত পার, এখন কি তিনি আরও বেশি আত্মবিশ্বাসী? মনের কথা জানালেন করিনা

সাফল্যের স্বাদ পাওয়ার পরেও থেমে যেতে রাজি নন করিনা কপূর খান। সময়ের সঙ্গে নিজেকে ক্রমাগত বদলাতে উদ্যোগী অভিনেত্রী।

বলিউডে পায়ের নীচে শক্ত জমি পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন অভিনেতাকে আপন করে নিতে পারেন। তেমনই, এক ঝটকায় কাউকে দূরে সরিয়ে দিতেও সময় লাগে না। সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন করিনা কপূর খান। সেই প্রসঙ্গেই নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছেন করিনা।

২৫ বছরের মাইলফলককে সহজ ভাবে দেখতে নারাজ করিনা। অভিনেত্রী জানিয়েছেন, আজও ফ্লোরে গিয়ে দাঁড়ালে তাঁর মনের মধ্যে প্রথম দিনের অভিজ্ঞতা ফিরে আসে। করিনা বলেন, ‘‘এখনও মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনও আমার মধ্যে সেই একই রকম লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি এবং প্রয়োজনীয়তা অনুভব করি।’’

তবে, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই মনে করেন করিনা। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে। করিনার কথায়, ‘‘১০ বছর টিকে গেলে, পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানোর প্রয়োজন। কিন্তু পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটা সত্যিই কঠিন।’’

দীর্ঘ ২৫ বছরে করিনা বহু ‘সুপারস্টারের’ সঙ্গে অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন। তবে করিনা মনে করেন, এরই পাশাপাশি তিনি এমন বহু ছবিও করেছেন যেখানে তাঁর ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে। করিনার কথায়, ‘‘প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তার পর মনে হয়, এ বার আমার নতুন কিছু করা উচিত।’’

২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন করিনা। তার পর তাঁর অভিনীত একাধিক ছবি সফল হয়েছে। সম্প্রতি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ ছবিতে করিনার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email