২ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই। আগামীতে যাতে সংকট না হয়, এজন্য আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৩টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে দুটি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব উত্থাপিত ও অনুমোদিত হয়েছে।

একই অর্থবছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email