প্রতিনিধি নিয়োগ দিচ্ছে দৈনিক বায়েজিদ

বন্দরনগরী চট্টগ্রাম থেকে নিয়মিত প্রকাশিত ও প্রচারিত মিডিয়াভুক্ত আঞ্চলিক দৈনিক পত্রিকা ”দৈনিক বায়েজিদ’ (রেজিঃ নং চ-২৬৫) এ সংবাদ সংগ্রহের লক্ষ্যে সারাদেশে সংবাদ ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠাতে হবে আগামী ২৫ জুনের মধ্যে।

🔸যেসব স্থানে কাজের সুযোগ রয়েছে-
◾ জেলা- উপজেলা প্রতিনিধি (৩বছর বাস্তব কাজের অভিজ্ঞতা)
◾থানা প্রতিনিধি◾বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ◾স্পোর্টস  ◾ভ্রাম্যমান প্রতিনিধি ◾ফটো জার্নালিস্ট ◾মোজো জার্নালিস্ট ( সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করার অভিজ্ঞতা ও ক’পিরাইট সম্পর্কে ধারনা)◾ বিজ্ঞাপন প্রতিনিধি (২ বছরের বাস্তব অভিজ্ঞতা)

সরাসরি সিভি পাঠান- 01871140544 ( WhatsApp) 

দৈনিক বায়েজিদ
কদম মোবারক মার্কেট (৫ম তলা)
মোমিন রোড, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাবিবুর রহমান হাবিব +880 1938-597044
নির্বাহী সম্পাদক: সুজন চৌধুরী +880 1871140544

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email