শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৪ ডিসেম্বর, সকাল ১১ টায় নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, সাবেক জেলা সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন যুব, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুবেল আহমেদ বাবু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাদাত মো. সায়েম, এম এ মান্নান শিমুল, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দীন, সাবেক সদস্য মো. আকতার, কানিজ ফাতেমা লিমা, আকবর শাহ থানা শাখার আহ্বায়ক মো. সাহাব উদ্দিন আওরঙ্গজেব, পাহাড়তলী থানা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বেগ, যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান মামুন, মো. ফারুক, সদস্য সচিব এম. শাহজাহান সাজু, ডবলমুরিং থানা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন ছগীর মহন ও সদস্য সচিব জাহিদুল আলম মুরাদ, খুলশী থানা শাখার সদস্য সচিব হাসান মুরাদ প্রমুখ।
নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বুদ্ধিজীবীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
