মোহাম্মদ কমরুদ্দিন ,চন্দনাইশ ( চট্টগ্রাম )
চন্দনাইশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো.নজরুল ইসলাম চৌধুরী এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার জাপর আলী হিরু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ স্মৃতি রানী সরকার।
চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধরী, মৎস্যজীবিলীগ নেতা আকতার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,চন্দনাইশ উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রণোদনাপ্রাপ্ত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 240