চন্দনাইশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোহাম্মদ কমরুদ্দিন
চট্টগ্রামের চন্দনাইশে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়রাম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার।
আকতার সানজিদা জাপর পরির সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালুদ্দীন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, মৎস‍্য কর্মকর্তা হাছান আহাসানুল কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন,আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহীনি পরাজয় নিশ্চিত যেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করেছে দেশের শত শত বুদ্ধিজীবিকে। সভায় বক্তারা সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email